Science & Tech

মহাকাশে নতুন স্যাটেলাইট পাঠিয়েছে চীন

চীন বুধবার মহাকাশে একটি নতুন দূর-অনুধাবন স্যাটেলাইট পাঠিয়েছে।

বেইজিং সময় সকাল ৬টা ৫৬ মিনিটে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের সিছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে থেকে লংমার্চ ২ডি ক্যারিয়ার রকেটের মাধ্যমে ইয়াওকান-৪২ ০১ নামের স্যাটেলাইটি উৎক্ষেপণ করা হয়।

এটি সাফল্যের সঙ্গে পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এটি ছিল লংমার্চ ক্যারিয়ার রকেট সিরিজের ৫১৫তম ফ্লাইট মিশন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button