International

পশ্চিমবঙ্গের সরকারকে ‘সিন্ডিকেট রাজ’ বললেন মোদি, বিজেপিকে  ‘অত্যাচারী’ বললেন মমতা

পশ্চিমবঙ্গের দুই প্রান্তে দাঁড়িয়ে একে অপরের কঠোর সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনকে ঘিরে আজ রোববার এভাবেই উত্তাল হলো পশ্চিমবঙ্গের রাজনীতির ময়দান।

আজ বিকেলে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এক জনসভায় যোগ দিয়ে মোদি বলেন, পশ্চিমবঙ্গে টিএমসি (তৃণমূল কংগ্রেস) সিন্ডিকেট রাজ চালাচ্ছে। রাজ্যে চলছে দুর্নীতি। আর তৃণমূল নেতারা অর্থের পাহাড় গড়ছেন। চাঁদাবাজদের বাঁচাতে তৎপর এখন মমতার সরকার।

নরেন্দ্র মোদি বলেন, ‘কেন্দ্রীয় এজেন্সি তদন্তে গেলে বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। হামলা করছে কর্মকর্তাদের ওপর। আমি বলি, দুর্নীতিবাজদের হটাও, ওরা বলে দুর্নীতিবাজদের বাঁচাও। তাই তো এই দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি এলে ওরা বাধা দেয়।’

মোদি বলেন, আগামী ৪ জুনের পর (নির্বাচনের ফল প্রকাশ) দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতিবাজদের জেলে যেতে হবে, এটা মোদির গ্যারান্টি। তাই তো আজ রাজ্যজুড়ে দাবি উঠেছে, এবার মজবুত সরকার চাই। কেন্দ্রে মজবুত সরকার থাকলে বিশ্বের বুকে আরও শক্তিশালী হবে ভারত। অথচ বাংলার জন্য কেন্দ্রীয় সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্রেক কষছে তৃণমূল।

নরেন্দ্র মোদি বলেন, তৃণমূল তো গরিব বিরোধী। তাই গরিবের জন্য দেওয়া অর্থ লুট করছে। তৃণমূল সরকার এখন দুর্নীতিবাজদের বাঁচাতে তৎপর। মোদি বলেন, ‘ইডির বাজেয়াপ্ত করা তিন হাজার কোটি রুপি আমরা গরিবদের মাঝে বিলিয়ে দেব।’

এবার প্রতিটি বুথে তৃণমূল প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত করার আহ্বান জানান মোদি। তিনি বলেন, ‘বিজেপির পক্ষে ভোট দিন।’ মোদি আরও বলেন, ‘আমরাই প্রথম ভারতবর্ষে আদিবাসী এক নারীকে রাষ্ট্রপতি করেছি। আদিবাসীদের উন্নয়নের সার্বিক ব্যবস্থা নিয়েছে বিজেপি সরকার।’ তিনি বলেন, এই বাংলায় গত ১০ বছরে ২৫ কোটি মানুষকে দারিদ্র্যমুক্ত করা হয়েছে। দেশের সব প্রান্তে, সব ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে। বিনা মূল্যে দেশব্যাপী রেশন দেওয়া হচ্ছে। গরিবের আত্মসম্মান বাড়ানো হয়েছে। তাই তো দেশব্যাপী আওয়াজ উঠেছে ‘এবারও মোদি সরকার’।

এদিকে আজ দুপুরে পুরুলিয়ার হুড়ায় তৃণমূল আয়োজিত এক সমাবেশে মমতা বলেন, ‘মোদি এক স্বৈচাচারী, দানবীয় ও এক অত্যাচারী সরকার চালাচ্ছে। এখানে দলিতরা সম্মান পায় না। আদিবাসীদের জমি কেড়ে নেওয়া হয়। তাই তো আমাদের লক্ষীর ভান্ডার আর ওদের ইডির ভান্ডার।’

মমতা বলেন, এই রাজ্যে ইন্ডিয়া জোট নেই। এই রাজ্যে এককভাবে লড়ছে তৃণমূল।

মমতা আরও বলেন, ১৯ তারিখে প্রথম পর্বের ভোট। ১৭ তারিখে ওরা দাঙ্গা করবে। দাঙ্গা করে ঢুকিয়ে দেবে এনআইএকে (রাষ্ট্রীয় অনুসন্ধান সংস্থা)। মমতা চ্যালেঞ্জের সঙ্গে আরও বলেন, আগামী দিনে ভারতবর্ষে বিজেপিকে বর্জন করবে মানুষ। আর দেশ বাঁচাবে তৃণমূল, দেশ গড়বে তৃণমূল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button