USA

যুক্তরাষ্ট্র গিয়েছিলেন উচ্চশিক্ষার জন্য, অভুক্ত অবস্থায় পাওয়া গেল সড়কে

সৈয়দা লুলু মিনহাজ জাইদিছবি: টুইটার থেকে নেওয়া

সৈয়দা লুলু মিনহাজ জাইদির বাড়ি ভারতের হায়দরাবাদে। সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। উচ্চশিক্ষার জন্য ২০২১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু দুই মাস ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুদিন আগে শিকাগোর একটি রাস্তায় অভুক্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। এমন দৃশ্যের ভিডিও টুইটারে পোস্ট করেন এক ব্যক্তি। ভিডিওটি চোখে পড়ার পর লুলু মিনহাজকে দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি অনুরোধ জানিয়েছেন তাঁর মা।

লুলু মিনহাজের দুর্দশার ভিডিওটি করেছিলেন আমজাদ উল্লাহ খান নামের এক ব্যক্তি। তিনি ভারতের তেলেঙ্গানার রাজনৈতিক দল মজলিস বাঁচাও তেহরিকের মুখপাত্র। ভিডিওতে দেখা যায়, রাস্তার এক কোণে এক নারী বসে আছেন। আশপাশে আরও কয়েকজন বসা। জিজ্ঞেস করলে প্রথমে নিজের নাম মনে করতে পারেননি। একপর্যায়ে তাঁর এ অবস্থা কেন জানতে চাইলে বলেন, চিকিৎসা নিতে একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁর শরীর থেকে রক্তের নমুনা নেওয়া হয়। এরপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে।

মেয়ের এমন অবস্থা দেখে তাঁকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন লুলু মিনহাজের মা সৈয়দা ওয়াহাজ ফাতিমা। সহযোগিতা চেয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

জয়শঙ্করের কাছে পাঠানো চিঠিতে সৈয়দা ওয়াহাজ ফাতিমা লিখেছেন, তাঁর মেয়ে সৈয়দা লুলু মিনহাজ জাইদি বিষণ্নতায় ভুগছিলেন। প্রয়োজনীয় জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় তাঁকে অভুক্ত থাকতে হয়েছে। তিনি আরও লিখেছেন, ‘আমাদের বাড়ি তেলেঙ্গানার মওলা আলী এলাকায়। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ডেট্রয়টের ট্রিনি ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করতে যান সৈয়দা লুলু মিনহাজ জাইদি। এর পর থেকে পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। কিন্তু দুই মাস ধরে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সম্প্রতি হায়দরাবাদের দুজন তরুণের মাধ্যমে জানতে পারি, সে বিষণ্নতায় ভুগছে। তাঁর সবকিছু চুরি হয়ে যাওয়ায় তাঁকে না খেয়েও থাকতে হয়েছে। তাঁকে যুক্তরাষ্ট্রের শিকোগোর একটি রাস্তায় দেখা গেছে।’

সৈয়দা ওয়াহাজ ফাতিমা আরও জানিয়েছেন, মোহাম্মদ মিনহাজ আকতার নামের এক ব্যক্তির সহায়তা নিয়ে তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাবে। মেয়েকে দেশে ফিরিয়ে আনতে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ও শিকাগোর ইন্ডিয়ান কনস্যুলেটকে অনুরোধ করেছেন তিনি।

আমজাদ উল্লাহ খানের পোস্টে সাড়া দিয়েছে শিকাগোর ভারতীয় কনস্যুলেটর জেনারেল। তিনি ভিডিওর নিচে লিখেছেন, ‘আমরা এইমাত্র সৈয়দা লুলু মিনহাজ জাইদির বিষয়টি জানতে পেরেছি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button