USA

নিউইয়র্কে বাংলাদেশ সেমেট্রি ও ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ : প্রবাসীদের ব্যাপক সাড়া, ১২৬ একরের বিশাল জায়গায় এক লাখ কবর

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউইয়র্কে নিজস্ব বাংলাদেশ সেমেট্রিও ফিউনেরাল হোম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ উদ্যোগ নিয়েছে। উদ্যোগটি সফল করতে গত বুধবার নিউইয়র্কে আয়োজিত ‘প্রকল্প পরিচিতি ও মতবিনিময়’ সভায় প্রবাসীদের ব্যাপক সাড়া মিলেছে।
সভায় জানানো হয়, নিউইয়র্ক রাজ্যের আপষ্টেটের মিডল টাউনে এই সেমিটারী ও ফিউনেরাল হোম অর্থাৎ কবরস্থান প্রতিষ্ঠার প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এক শত ২৬ একরের বিশাল এই জায়গায় এক লাখ কবরের জায়গা থাকবে। কবরস্থানের পাশাপাশি পর্যায়ক্রমে এই প্রকল্পে মসজিদ, মাদরাসা ও কবর জিয়ারতকারীদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে। সভায় ভিডিও এবং সøাইড শো’র মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়।
উল্লেখ্য, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ প্রকল্পটির উদ্যোক্তা হলেও এটি যুক্তরাষ্ট্র প্রবাসী সকল মুসলিম কমিউনিটির প্রকল্প হিসেবে বাস্তবায়িত হবে।

নিউইয়র্ক সিটি থেকে প্রকল্পটির দূরত্ব প্রায় ৬০/৭০ মাইল। প্রকল্পটি বাস্তবায়নে ইকোমধ্যেই সংশ্লিষ্টদের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়াকে আহ্বায়ক, বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টুকে সদস্য সচিব এবং খোকন মোশাররফ ও তাজু মিয়াকে সমন্বয়কারী করে একটি কমিটি গঠন করা হয়েছে।


বাংলাদেশ সেমিটারী ও ফিউনেরাল হোম প্রতিষ্ঠা প্রকল্পের আহ্বায়ক এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়ার সভাপতিত্বে স্থানীয় গুলশান ট্যারেসে আয়োজিত মতবিনিময় সভা পরিচালনা করেন প্রকল্পের মূল উদ্যোক্তা ও বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। সভায় বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সভাপতি এম আজীজ, সাবেক সভাপতি নার্গিস আহমেদ, প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি, সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী, ট্রাষ্টি বোর্ড সদস্য হাজী মফিজুর রহমান, এটর্নী মঈন চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক ও সাধারণ সম্পাদক ইউছুফ জসীম, জেবিবিএ’র (একাংশ) সভাপতি গিয়াস আহমেদ, অ্যাসাল-এর ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, বিয়ানীবাজার সমিতির সভাপতি হাজী আব্দুল মান্নানসহ কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে মুফতি ইসমাইল, আরমান চৌধুরী সিপিএ, নজির ভান্ডারী, ফখরুল ইসলাম দেলোয়ার, মাহবুবুর রহমান, শাহ জে চৌধুরী বক্তব্য রাখেন। প্রকল্পটি বাস্তবায়নে কমিউনিটির সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।


সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও খতিব মওলানা মিজা আবু জাফর বেগ। এছাড়াও সভায় বৃহত্তর নোয়াখালী সমিতি ইউএসএ’র কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও প্রকল্প বাস্তবায়ন কমিটিকে পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় কোন কোন বক্তা উল্লেখিত প্রকল্পের নাম ‘বাংলাদেশ সেমেট্রি ও ফিউনেরাশ হোম’-এর স্থলে ‘বাংলাদেশ মুসলিম সেমেট্রি ও ফিউনেরাশ হোম’ প্রস্তাব করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button