International

সাবমেরিন বিধ্বংসী স্মার্ট ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের

পোশাকি নাম ‘সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অব টর্পেডো’ (সংক্ষেপে ‘স্মার্ট’)। আদতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডুবোজাহাজ (সাবমেরিন) বিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। বুধবার ওড়িশা উপকূলে এপিজে আব্দুল কালামের নামাঙ্কিত হুইলার দ্বীপে তারই সফল পরীক্ষা করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ( ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও)।

শব্দের চেয়ে বেশি গতিবেগ সম্পন্ন (সুপারসনিক) ‘স্মার্ট’-এর সফল পরীক্ষা ডিআরডিও-র মুকুটে নতুন পালক বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই ক্ষেপণাস্ত্রবাহিত হালকা টর্পেডো দ্রুতগতিতে নিশানা করতে পারে ডুবোজাহাজকে। ফলে যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের মোকাবেলায় সুবিধা হবে ভারতীয় নৌবাহিনীর। ডিআরডিও সূত্রের খবর, কঠিন জ্বালানি চালিত ‘স্মার্ট’-এর প্রথম পরীক্ষা হয়েছিল গত বছর। তার পর ধাপে ধাপে এর আধুনিকীকরণের কাজ চলছে।

বুধবার ওড়িশা উপকূলে একটি ‘গ্রাউন্ড মোবাইল লঞ্চার’ (সাধারণভাবে ক্ষেপণাস্ত্রবাহী ট্রাক) থেকে ‘স্মার্ট’ উৎক্ষেপণ করা হয়। এর পরে ক্ষেপণাস্ত্রের পরিচালন ব্যবস্থা এবং প্যারাস্যুটের মাধ্যমে অবতরণকারী টর্পোডোর লক্ষ্যভেদের ক্ষমতা পরীক্ষা করেন ডিআরডিওর বিজ্ঞানীরা। এই প্রকল্পে হায়দরাবাদের রিসার্চ সেন্টার ইমারত, আগ্রার এরিয়াল ডেলিভারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্ট্যাবলিশমেন্ট, বিশাখাপত্তনমের ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি সহযোগীর ভূমিকায় রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button