এপ্রিল মাসে প্রযুক্তি সংস্থাগুলি থেকে ‘গলাধাক্কা’ খেয়েছেন সাড়ে ২১ হাজার কর্মী
আর্থিক মন্দার দোহাই পেড়ে কর্মী ছাঁটাই করেই চলেছে বিশ্বের নামী-দামী প্রযুক্তি সংস্থা। গত এপ্রিল মাসে প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত ৫০ সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন আরও সাড়ে ২১ হাজার কর্মী। এ নিয়ে চলতি বছরে বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলোয় কাজ হারালেন সাড়ে ৭৮ হাজারের বেশি কর্মী।
কর্মী ছাঁটাই সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ‘লেঅফস এফওয়াইআই’য়ের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের শুরু থেকেই প্রযুক্তি সংস্থাগুলি কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছে। অ্যাপল, গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, ওলা ক্যাবস, টেসলা, ওয়ার্লপুল, টেলিনর–সহ বহুজাতিক সংস্থাগুলি থেকে প্রতিমাসেই কর্মী ছাঁটাই চলছে। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রথম চার মাসে ২৭১টি প্রযুক্তি সংস্থা ৭৮,৫৭২ জন কর্মীকে ছাঁটাই করেছে। সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে জানুয়ারি মাসে।
‘লেঅফস এফওয়াইআই’য়ের তথ্যানুযায়ী, বছরের শুরুর মাসে ১২২টি সংস্থা ৩৪ হাজার ১০৭ জনকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিয়েছিল। ফেব্রুয়ারি মাসে ৭৮টি সংস্থা ১৫ হাজার ৫৮৯ জনকে চাকরি থেকে তাড়িয়েছিল। মার্চ মাসে ৩৭ সংস্থায় কাজ হারিয়েছিলেন ৭ হাজার ৪০৩ জন। আর সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে কাজ হারিয়ে ফের বেকার হয়ে পড়েছেন ২১ হাজার ৪৭৩ জন। তার মধ্যে আই ফোনের নির্মাতা অ্যাপল থেকেই কাজ গিয়েছে ৬১৪ জনের।
বিশ্বের জনপ্রিয় সার্চ ইঞ্জিন সংস্থা গুগলের তরফেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মীদের কাজ থেকে তাড়ানোর নোটিশ ধরানো হয়েছে।