International
মেক্সিকোতে ৬.৪ মাত্রার ভূমিকম্প
৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। সোমবার গুয়েতেমালা-মেক্সিকোর সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্ব্কি জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার চিয়াপাস উপকূলের কাছাকাছি এলাকায় ভূমিকম্প হয়েছে। খবর এএফপির।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭৫ কিলোমিটার গভীরে। মেক্সিকোর জাতীয় নাগরিক সুরক্ষা সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে গুয়েতেমালার দুর্যোগ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের ফলে একাধিক স্থানে অবকাঠামোর ক্ষতি হয়েছে।