International
প্রথম নারী অ্যাডমিরাল নিয়োগ তুরস্কে
স্টাফ কর্নেল গোকসেন ফিরাত ইয়াস – ছবি : সংগৃহীত
তুরস্ক প্রথমবারের মতো তাদের নৌবাহিনীর জন্য এক নারী অ্যাডমিরাল নিয়োগ করেছে। বৃহস্পতিবার সুপ্রিম মিলিটারি কাউন্সিলের সভায় স্টাফ কর্নেল গোকসেন ফিরাত ইয়াসকে তাদের নৌবাহিনরি অ্যাডমিরাল নিয়োগ করার কথা ঘোষণা করা হয়।
প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগানের সভাপতিত্বে এক রুদ্ধদ্বার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
এ ধরনের বৈঠকেই সাধারণত তুরস্কের সামরিক অ্যাজেন্ডা নির্ধারিত হয় এবং পদোন্নতি, বরখাস্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্ত হয়।