Science & Tech
একটি ঐতিহাসিক ছবি : মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য চলছে হিসাব-নিকাশ
এই ছবিটি ১৯৫৭ সালে লাইফ ম্যাগাজিনে ছাপা হয়েছিল। ছবিতে দেখা যাচ্ছে, কয়েকজন বিজ্ঞানী, মইয়ের সাহায্যে বিশাল এক ব্ল্যাকবোর্ডে উঠে জটিল কিছু অঙ্ক করছেন। এটা ক্যালিফোর্নিয়ার একটি ল্যাবের ছবি। এখানে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর জন্য হিসাব-নিকাশ করা হচ্ছে।
কম্পিউটার সহজলভ্য হওয়ার আগে, এসব জটিল ক্যালকুলেশন সব হাতে হাতেই করতে হতো। বলাই বাহুল্য, এতে দীর্ঘ সময় তখন ব্যয় হতো। তা ছাড়া অঙ্ক করতে গিয়ে মই থেকে পিছলে পড়ে যাওয়াটাও অসম্ভব কিছু ছিল না।