ফের প্রেসিডেন্ট হয়েই প্রথম বিদেশ সফরে চীনে পুতিন, লক্ষ্য আরও গভীর সম্পর্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে তাদের শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার গুরুত্ব নিশ্চিত করেছেন।
রুশ নেতা পুতিন চীনে দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার সকালে বেইজিং পৌঁছেছেন। মে মাসের ০৭ তারিখ পঞ্চম মেয়াদে দায়িত্ব পালন শুরু করার পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর।
চীনা সংবাদ মাধ্যমের বরাতে এনএইচকে ওয়ার্ল্ড জানায় : বৃহস্পতিবার বিকেলে সাক্ষাৎকালে শি পুতিনকে তার পঞ্চম মেয়াদের জন্য অভিনন্দন জানান। শি বলেন, পুতিনের নেতৃত্বে রাশিয়া নিশ্চিতভাবে জাতীয় উন্নয়নে নতুন এবং বৃহত্তর অগ্রগতি অর্জন করবে।
শি’র উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে পুতিনকে তিনি বলেছেন, দুই নেতা গত কয়েক বছরে ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। বেইজিং মস্কোর সাথে সহযোগিতা আরও জোরদার করবে বলে তিনি আভাস দেন।
প্রতিবেদনে শিকে উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয় যে তিনি বলেছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীল বিকাশ কেবল দুই দেশের মৌলিক স্বার্থে নয়, অঞ্চল ও বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্যও এটা সহায়ক।
জবাবে পুতিন রাশিয়া এবং চীন বাস্তবসম্মত সহযোগিতার সম্পর্ক তৈরি করেছে, এমন উল্লেখ করেন বলে খবরে জানানো হয়।
রাশিয়া-চীন সহযোগিতা আন্তর্জাতিক ক্ষেত্রে স্থিতিশীলতার অন্যতম প্রধান উপাদান হিসেবে কাজ করে বলে পুতিনের করা মন্তব্যের সংবাদ রাশিয়ার সংবাদ মাধ্যম প্রচার করেছে। অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বের ওপর তিনি জোর দেন।