Science & Tech
সুপারনোভা কাকে বলে?

সুপারনোভা হলো নক্ষত্রদের বিস্ফোরণ।
নক্ষত্ররাও মারা যায়। একটা নক্ষত্রের আয়ু ফুরিয়ে গেলে বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণটিই সুপারনোভা নামে পরিচিত।
এই বিস্ফোরণে বিশাল নক্ষত্রের মূল অংশ ভেঙে হয় একটা কৃষ্ণগহ্বর না-হয় একটা নিউট্রন নক্ষত্র তৈরি হয়।
এক বিশেষ সুপারনোভা-টাইপ ১এ, এটি ঘটে যখন শ্বেত বামন নক্ষত্র বাইনারি নক্ষত্র সিস্টেমে জমজ সত্ত্বার কাছ থেকে পদার্থ গ্রহণ করে। এই পদার্থ না নেওয়া পর্যন্ত এই টাইপ সুপারনোভা হবে না। এমন ভাগাভাগির পর নির্দিষ্ট ভর অতিক্রম করলে বিস্ফোরণ ঘটে।
এই ভরটি আমাদের সূর্যের ১.৪ গুণ।