প্রেসিডেন্টের বিরুদ্ধে ‘অভ্যুত্থানচেষ্টা’ ব্যর্থ করার দাবি কঙ্গোর সেনাবাহিনীর
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) সেনাবাহিনী দাবি করেছে, তারা প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদির বিরুদ্ধে কঙ্গোলিজ এবং বিদেশী যোদ্ধাদের চালানো এক অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। রবিবার সকালে প্রেসিডেন্ট শিসেকেদির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক সেনাপ্রধান ভাইটাল কামেরহের বাসভবনে অস্ত্রধারীরা হামলা চালায়।
দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সিলাভিন একেনগে রাষ্ট্রীয় টিভি চ্যানেল আরটিএনসিকে বলেন, সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেনাবাহিনীর ইউনিফর্ম পরা প্রায় ২০ জনের একটি দল সাবেক সেনাপ্রধানের বাড়িতে হামলা চালায়। পরে সেখানে গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা নির্বাসিত রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গা সংশ্লিষ্ট নিউ জায়ার মুভমেন্টের সদস্য। কামেরহের বাসভবনে হামলার ঘটনায় দুই রক্ষীসহ এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র।
এদিকে এ ঘটনা নিয়ে শিসেকেদি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, কঙ্গো খনিজ সম্পদে সমৃদ্ধ হলেও দেশটির বেশির ভাগ মানুষের জীবন উন্নত হয়নি। সেখানে সংঘর্ষ, দুর্নীতি এবং দুর্বল শাসনব্যবস্থা অব্যাহত রয়েছে।