International

রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট?

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিংয়ে বাধ্য হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর দেয়ার সাথে সাথেই আরও ঘনীভূত হচ্ছে শঙ্কার কালো মেঘ। অনেক বিশ্লেষকই বলছেন, হার্ড ল্যান্ডিংয়ের সোজা অর্থ দাঁড়ায় রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। সবমিলিয়ে রাইসির জীবিত ফেরা নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। রাইসি জীবিত না ফিরলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট সেই প্রশ্নও আসছে ঘুরেফিরে। ইরানের সংবিধান বলছে, দুর্ঘটনায় রাইসির মৃত্যু হলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এ ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে।

ইরানে রাষ্ট্রের প্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনিই মূলত ইরানের মূল নেতা। এরপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাকে সরকারের প্রধান হিসেবে বিবেচনা করা হয়।

প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর ফিরছিলেন তাঁরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button