নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়া করবেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নভেম্বরের নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন। নির্বাচনের প্রচারের অর্থ জোগাড় করতে অর্থ দাতাদের সামনে এ কথা বলেন তিনি।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। দাতাদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেন ট্রাম্প। ১৪ মে এক অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছে।
ট্রাম্প বলেন, আপনারা তো জানেন, দেশে অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে আমি তাদের দেশ থেকে বের করে দেব। তারা যখন এ কথা শুনবে, তখনই তাঁরা সংযত আচরণ করবে।
তিনি বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন যেটা আপনাদের করা উচিৎ তবে আমরা এই আন্দোলনকে ২৫-৩৫ বছর পিছিয়ে দিব।