সংসদের জন্য ৩৪৭ কোটি টাকার বাজেট অনুমোদন
জাতীয় সংসদের জন্য আগামী ২০২৪–২৫ অর্থবছরে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সংসদ সচিবালয় কমিশন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এই বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সংসদের বাজেট অনুমোদন দিয়ে থাকে সংসদ সচিবালয় কমিশন।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা কমিশনের মঙ্গলবারের বৈঠকে যোগ দেন। বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সংসদের বিরোধীদলীয় নেতা জি এম কাদের অংশ নেন। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
২০২৩–২৪ অর্থবছরে জাতীয় সংসদের জন্য ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন করেছিল কমিশন। তবে সংশোধিত বাজেটে তা কমেছে।
জাতীয় সংসদ সচিবালয় থেকে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে ৩২৪ কোটি ৬৭ লাখ ২১ হাজার টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে। এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৪৭ কোটি ১৩ লাখ টাকা এবং আগামী ২০২৫-২৬ অর্থবছরে ৩৮২ কোটি ৭৬ লাখ টাকা, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪২০ কোটি ৯৭ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়েছে।