International

ইউক্রেনকে ৩০টি এফ–১৬ যুদ্ধবিমান দিচ্ছে বেলজিয়াম

রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে ৩০টি এফ–১৬ যুদ্ধবিমান দিচ্ছে ইউরোপের দেশ বেলজিয়াম। মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকসান্দার দ্য ক্রু ওই চুক্তিতে সই করেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, বেলজিয়ামের সঙ্গে চুক্তির ফলে দেশটি এ বছর ইউক্রেনকে ৯৭ দশমিক ৭০ কোটি ইউরো সামরিক সহায়তা দেবে। এছাড়া ১০ বছর মেয়াদি এ চুক্তিতে ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বেলজিয়াম।

জানা গেছে, ৩০টি যুদ্ধবিমান ২০২৮ সালের মধ্যে সরবরাহ করবে বেলজিয়াম। এর মধ্যে প্রথম চালান সরবরাহ করা হবে ২০২৪ সালে।

এদিকে ব্রাসেলসে পৌঁছানোর আগে স্পেনের মাদ্রিদে যান জেলেনস্কি। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে করেন তিনি। তাতে জেলেনস্কি বলেন, “আমাদের আরও অর্জনের জন্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজকে জোরদার করতে হবে।”

তিনি শান্তি ও নিরাপত্তার জন্য রাশিয়াকে বাধ্য করতে সব উপায় ব্যবহার করার আহ্বান জানান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button