সিলেটের জালালাবাদ সোসাইটি অব মিশিগানের বনভোজন উদযাপন
র্যাফেল ড্র তে পুরস্কার হাতে তুলে দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মিশিগানে জমকালো আয়োজনের মধ্যদিয়ে বনভোজন-২০২৩ উদযাপন করেছে জালালাবাদ সোসাইটি অব মিশিগান।
সংশ্লিষ্ট রাজ্যের ওয়ারেন সিটির ঐতিহ্যবাহী হলমিছ পার্কে অনুষ্ঠিত এই বনভোজনে শত শত নারী পুরুষের সমাগম ঘটলে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
সোসাইটির সভাপতি মোহাম্মদ হোসেন সুলেমান ও সাধারণ সম্পাদক হাবিব রহমান বনভোজন প্রেমিকদের নিয়ে গত রবিবার (৩০ জুলাই) দুপুরে রং বেরঙের বেলুন উড়িয়ে এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এই বনভোজনের আনুষ্ঠানিক সূচনা ঘটান। এসোসিয়েশনের অন্তর্ভুক্ত সদস্য ছাড়াও মিশিগানে বসবাসরত প্রবাসী সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ আমেরিকা ও বিভিন্ন দেশের কমিউনিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ীরা উপস্থিত থেকে বনভোজনকে প্রাণবন্ত করে তুলেন।
বনভোজনে শিশুসহ সবার জন্য নানান ধরণের খেলাধুলা, রাফেল ড্র, গানসহ নানা আকর্ষণীয় বিষয় রাখা হয়। এসোসিয়েশন সহ-সাধারণ সম্পাদক ছহুল আহমেদ, প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, সদস্য জিল্লুর রহমান, আলী আহমদ ফারিস ও মুহিবুর রহমান সহ আরো অনেকের সার্বিক তত্বাবধানে এই বনভোজন যেমন পরিপূর্ণতা লাভ করে, তেমনি আকর্ষণীয় পর্ব র্যাফেল ড্র তে ১ম পুরস্কার গাড়ি ও অন্যান্য মূল্যবান সামগ্রী দেওয়া হয়।
I like this site it’s a master piece! Glad I discovered this ohttps://69v.topn google.Raise your business