ইরান শীঘ্রই নিজেদের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট চালু করতে যাচ্ছে
ইসলামী প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন মাসখানেকের মধ্যেই ইরানের তৈরি প্রথম জটিল স্যাটেলাইট চালু হতে যাচ্ছে।
ইরানের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী ইসা জারেপুর ইরানের পার্স-২ স্যাটেলাইটের সর্বশেষ অবস্থা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানিয়েছেন: পার্স-২ স্যাটেলাইটটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আমরা আশা করি খুব শীঘ্রই এর ডেটা ব্যবহার করা হবে। পার্সটুডে আরও জানায়, জারেপুর এই স্যাটেলাইটের উৎক্ষেপণের সময় এবং কক্ষপথে স্থাপনের বিষয়েও উল্লেখ করেছেন। তিনি বলেছেন: এই স্যাটেলাইটটি আগামী মাসের মধ্যেই চালু হবে।
ইরানের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ইরানের বিজ্ঞানীরা ছবি ছাড়াও এর স্থানিক ডেটা ব্যবহার করতে সক্ষম হবেন। জারেপুর স্পষ্ট করে বলেন, পার্স-২ স্যাটেলাইট সাধারণ কালো এবং সাদা ছবি ছাড়াও ৮ মিটারের নির্ভুল ইমেজসহ নাইট-ভিশন ছবিও প্রদান করে।
ইরানসহ বিশ্বের ৬টি দেশ মহাকাশে জীবন্ত প্রাণী প্রেরণ করতে সফল হয়েছে। এছাড়াও মাত্র ১২টি দেশের স্যাটেলাইট ক্যারিয়ার ডিজাইন করা, নির্মাণ করা এবং উৎক্ষেপণ করার ক্ষমতা রয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বের ওই ১২টি দেশের একটি।