দুর্নীতি সরকারকে অস্থিতিশীল করে, গণতন্ত্রকে দুর্বল করে: ঢাকাস্থ মার্কিন দূতাবাস
দুর্নীতি সরকারকে অস্থিতিশীল করে, গণতন্ত্রকে দুর্বল করে বলে মন্তব্য করেছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। শনিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে (আগের টুইটার) দুর্নীতিবিরোধী এক পোস্টে উক্ত মন্তব্য করে মার্কিন দূতাবাস লিখেছেঃ
আপনি কি জানেন যে, দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয়, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, সরকারগুলোকে অস্থিতিশীল করে তোলে, গণতন্ত্রকে দুর্বল করে এবং অপরাধী, পাচারকারী, সন্ত্রাসীদের মতো বিপজ্জনক গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করে দেয়?
জাতিসংঘের অনুমান, বিশ্ব অর্থনীতির শতকরা ৫ ভাগই ব্যয় হয় দুর্নীতিতে। যা কিনা প্রায় ২.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার! বিশ্বব্যাংকের অনুমান, সারা বিশ্বে ব্যক্তি পর্যায়ে এবং ব্যবসা ক্ষেত্রে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার ঘুষ প্রদান করা হয়।
সবশেষে আহবানের সুরে মার্কিন দূতাবাস লিখেছেঃ আসুন আমরা একসাথে এই সমস্যার বিরুদ্ধে দাঁড়াই এবং সাহসের সাথে এর মুখোমুখি হই।