USA

আমি ভাগ্য ও ঈশ্বরের জোরে রক্ষা পেয়েছি 

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি শনিবারের হামলায় ভাগ্য ও ঈশ্বরের জোরে রক্ষা পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

ওই হামলার ঘটনার ট্রাম্প যুক্তরাষ্ট্রের রক্ষণশীল গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি ভাগ্য ও ঈশ্বরের জোরে রক্ষা পেয়েছি। সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হলো তখন আমি শুধু আমার মাথা ঘুরাইনি, সঠিক সময়ে সঠিক পরিমাণে ঘুরিয়েছি। আমার মারা যাওয়ার কথা ছিল। আমার এখানে থাকার কথা ছিল না।’ 

ওয়াশিংটন এক্সামিনারকে গুলিবিদ্ধ হয়েছেন বুঝার পর ভিড়ের দিকে তাকানোর মুহূর্তের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেছেন, ‘সেই মুহূর্তে সেখানে উপস্থিত জনগণের কাছ থেকে যে শক্তির অনুভূতি আমি পেয়েছিলাম তা বর্ণনাতীত। তারা এমন পরিস্থিতিতেও সেখানে দাঁড়িয়ে ছিলেন। আমি জানতাম পৃথিবী তা দেখছে। আমি জানতাম ইতিহাস এর বিচার করবে। আমি জানতাম আমরা ঠিক আছি তা আমাকে তাদের জানাতে হবে।’ 

তিনি উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যাওয়ার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় বলেছেন, ‘সত্যি বলতে, এখন এটি একটি সম্পূর্ণ ভিন্ন বক্তৃতা হতে চলেছে। এটি দেশকে ঐক্যবদ্ধ করার একটি সুযোগ।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button