স্মার্টফোনের জন্য বড় আকারের মিনি প্লেয়ার তৈরি করছে ইউটিউব
ইউটিউবে ভিডিও দেখার সময় অন্য অ্যাপ বা ব্রাউজার চালু করলেই স্মার্টফোনের পর্দার এক কোনায় স্বয়ংক্রিয়ভাবে মিনি প্লেয়ার চালু হয়। ফলে ভিডিও দেখার পাশাপাশি অন্য কাজ সহজেই করা যায়। ব্যবহারকারী ব্যক্তিদের বর্তমানের তুলনায় আরও স্বচ্ছন্দে কাজের পাশাপাশি ভিডিও দেখার সুযোগ দিতে বড় আকারের মিনি প্লেয়ার তৈরি করছে ইউটিউব।
ইউটিউবের তথ্য মতে, নতুন প্লেয়ারটি পিকচার-ইন-পিকচার (পিআইপি) প্রযুক্তি সমর্থন করবে। চারকোনা আকৃতির মিনি প্লেয়ারটিকে টেনে বড় বা ছোট করা যাবে। শুধু তাই নয়, চাইলে প্লেয়ারটির অবস্থানও পরিবর্তন করা যাবে। ফলে ব্যবহারকারী ব্যক্তিরা স্বচ্ছন্দে ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। ইউটিউবের অ্যান্ড্রয়েড অ্যাপে ব্যবহার উপযোগী প্লেয়ারটির কার্যকারিতা বর্তমানে পরীক্ষা করা হচ্ছে।
মিনি প্লেয়ারটিতে প্লে বা পজ বাটনের পাশাপাশি স্কিপ বা রিওয়াইন্ড বাটনও যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারী ব্যক্তিরা সহজেই ভিডিওর উল্লেখযোগ্য দৃশ্যগুলো দ্রুত দেখতে পারবেন। এর পাশাপাশি মিনি প্লেয়ারটিতে ডার্ক বা লাইট মোড সুবিধা থাকবে, ফলে অন্ধকারেও স্বচ্ছন্দে ভিডিও দেখার সুযোগ মিলবে। তবে কবে নাগাদ মিনি প্লেয়ারটি চালু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ইউটিউব।