USA

২৪ ঘণ্টায় ৩ কোটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ কমলার

টিম ওয়ালজকে রানিং মেট ঘোষণার পরবর্তী ২৪ ঘণ্টায় ৩ কোটি ৬০ লাখ ডলার তহবিল সংগ্রহ করেছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা গত মঙ্গলবার সকালে ওয়ালজকে রানিং মেট ঘোষণা করেন।

গত ২১ জুলাই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি ভাইস-প্রেসিডেন্ট কমলাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রস্তাব করেন। এরপর জুলাই মাসে দলটি ৩১ কোটি ডলার তহবিল সংগ্রহ করে।

মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর ওয়ালজকে রানিং মেট ঘোষণার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কমলা। কমলা-ওয়ালজ এক সঙ্গে নানা অঙ্গরাজ্যের নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় উইসকনসিন অঙ্গরাজ্যের  ইও ক্লেয়ার শহরের এক নির্বাচনী প্রচার সভা শেষে মিশিগানের ডেট্রয়েটের উদ্দেশ্যে তাঁরা রওনা দেন।

কমলা-ওয়ালজের আগে উইসকনসিন অঙ্গরাজ্যের একই শহরে নির্বাচনী প্রচার সভা শেষ করেছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট সিনেটর জেডি ভ্যান্স। এর আগে তিনি মিশিগানের এক নির্বাচনী সভায় অংশ নেন।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে নির্বাচনের বাকি মাত্র চার মাস। তাই এখন প্রধান দুই দলের প্রেসিডেন্ট ও (রানিং মেট) ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় দারুণ ব্যস্ত সময় পার করছেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button