International

কাবুলে মিনিবাসে বোমা বিস্ফোরণ, হতাহত ১২

আফগানিস্তানের রাজধানীতে রবিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে একজন নিহত এবং ১১ জন আহত হয়েছে। কাবুলের একটি ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ হামলা হয়। পুলিশের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন

বিস্ফোরণটি পশ্চিম কাবুলের একটি এলাকায় ঘটেছে, যেখানে বহু শিয়া বাস করে। ঐতিহাসিকভাবে নিপীড়িত এই সংখ্যালঘু সম্প্রদায়কে প্রায়ই ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী লক্ষ্যবস্তু করে, কারণ তারা শিয়াদের ধর্মত্যাগী হিসেবে বিবেচনা করে।

এই ঘটনার তদন্ত চলছে জানিয়ে কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘দশত-ই-বারচি এলাকায় একটি মিনিবাসে বোমা রাখা হয়েছিল।’

এদিকে এই বোমা হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের মাধ্যমে তালেবানের বিদ্রোহের অবসান হয়। এর পর থেকে দেশটিতে প্রাণঘাতী বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

তবে আইএসসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনো হুমকি হিসেবে রয়ে গেছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button