Science & Tech

আইফোন ছড়াচ্ছে নতুন উন্মাদনা

আইফোনের সম্ভাব্য সাশ্রয়ী মডেল উত্তেজনা ছড়াচ্ছে। ফলে মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে চ্যালেঞ্জ ছুড়তে যাচ্ছে আইফোন, তা বলাই যায়।

বিখ্যাত অ্যাপল ব্র্যান্ডের সবচেয়ে কম দামের ফোন হচ্ছে বহুল আলোচিত মডেল আইফোন এসই। মডেলটি ২০২২ সালে বাজারে আলোচনায় আসে।

বর্তমানে অ্যাপল ব্র্যান্ডের আইফোন ১৫ প্রো ছাড়া অন্য কোনো মডেলে (এআই) কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচার নেই। আসছে সেপ্টেম্বরে আইফোন ১৬ মডেল উন্মোচন করতে পারে অ্যাপল। ডিভাইস বিশ্লেষকরা জানিয়েছেন, আইফোন ১৬ সিরিজের সব মডেলে এআই প্রযুক্তির উপস্থিতি থাকবে। দ্রুতই বা ২০২৫ সালের প্রথমেই এআই ফিচারে আসবে আইফোন ব্র্যান্ডের এসই মডেল।

ডিজিটাল পণ্য বিশ্লেষকরা বলছেন, উল্লিখিত মডেলের দাম ৫০০ ডলারের কম হতে পারে। মূলত প্রতিযোগিতায় টিকে থাকতে মধ্যম দামের স্মার্টফোনের বাজারে ধাক্কা দিতে পারে আইফোন এসই মডেল। দামের বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। মধ্যম বাজেটের অ্যাপল ভক্তরা কমদামে আইফোনের সাশ্রয়ী মডেলের দুর্দান্ত কিছু ফিচার উপভোগ করার সুযোগ পাবেন। তবে গুজব ছড়িয়েছে, অ্যাপল উদ্ভাবিত নতুন এসই সব মডেলই আইফোন ১৪ মডেলের আদলে নির্মিত। বলা যায়, আইফোন এক্সের আগের মডেলের অবয়বেই তৈবি হবে আলোচিত মডেল। যার সম্ভাব্য ডিসপ্লে হতে পারে ৬.১ ইঞ্চির ওলেড স্ক্রিন।

ডিভাইস গবেষকরা বলছেন, অ্যাপল উদ্ভাবিত আইফোন এসই মডেলটি বেশ আধুনিক রূপে আত্মপ্রকাশ করবে। সম্ভাব্য আইফোন ১৬ মডেলের ঘোষণা দ্রুতই জানাবে অ্যাপল ডেভেলপ কর্তৃপক্ষ। ডিজিটাল বিশ্লেষকরা বলছেন, নতুন বেশ কিছু ফিচারের মধ্যে ডুয়াল ক্যামেরা ও অ্যাকশন বাটন অন্যতম আকর্ষণ হবে।

আইফোন ভক্তদের কাছে অবশ্য এসব ফিচার বিষয়ক তথ্য তেমন গুরুত্ব বহন করে না। কারণ আইফোনের সবশেষ মডেল মানেই আধুনিকতা আর উত্তেজনা। আর দামের পারদ তো কিছুটা ঊর্ধ্বমুখী থাকেই। দাম নিয়ে অবশ্য বিক্রিতে তেমন ভাটা পড়ে না কখনোই।

আইফোন ১৬ মডেলের আগে বাজারে আসতে পারে এসই মডেল। তখন কিছু গ্রাহক ১৬ মডেলের অপেক্ষা না করেই ঝুঁকতে পারেন এসই মডেলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button