যুক্তরাজ্যের ৩২ থিংক ট্যাংক বিশেষজ্ঞকে কালো তালিকাভুক্ত করলো রাশিয়া
ব্রিটিশ থিংক ট্যাংক ও পরামর্শক সংস্থার ৩২ জন বিশেষজ্ঞকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করেছে রাশিয়া। তারা সবাই রুশবিরোধী নীতির জন্য পরিচিত।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকটি ব্রিটিশ থিংক ট্যাঙ্ক, পরামর্শক সংস্থা ও এই জাতীয় অন্যান্য কাঠামো লন্ডনের শত্রুতামূলক প্রচেষ্টায় গুরুতরভাবে অবদান রাখছে। এ কারণেই তাদের কালো তালিকায় রাখা এবং তাদের রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এই তালিকায় রয়েছে ফরোয়ার্ড স্ট্র্যাটেজি লিমিটেড, ইনস্টিটিউট ফর স্টেটক্রাফট, মিডিয়া ডাইভারসিটি ইনস্টিটিউট, টোরো রিস্ক সলিউশনস, চ্যাথাম হাউস, ওপেন নলেজ ফাউন্ডেশন, প্রাইভেসি ইন্টারন্যাশনাল, পিস চাইল্ড ইন্টারন্যাশনাল, আগা খান ফাউন্ডেশন এবং তাদের ৩২ জন কর্মী।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লন্ডনের বৈরী নীতির প্রতিক্রিয়ায় রাশিয়ার কালো তালিকা সম্প্রসারণের কাজ অব্যাহত থাকবে।
রাশিয়া বলছে, এই সংস্থাগুলো জনপ্রিয় গণমাধ্যম আউটলেট এবং ইন্টারনেট ব্যবহার করে রাশিয়ার বদনাম করে মিথ্যা তথ্য প্রচার করছে। দেশে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার পরিস্থিতি তৈরির নিরর্থক প্রচেষ্টা এগুলো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এসবই ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠানে রুশফোবিক মনোভাব এবং রাশিয়ার সাথে কঠোর পদ্ধতিগত সংঘাত চালিয়ে যাওয়ার পরিকল্পনা হয়।