কমলার সঙ্গে মুখোমুখি বিতর্ক এড়াতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রার্থিতা ইতোমধ্যে যে আলোড়ন তৈরি করেছে, তাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটাই ম্লান হয়ে পড়েছেন। গণমাধ্যমের নজর ধরে রাখতেও রীতিমতো হিমশিম খাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট।
প্রতিদ্বন্দ্বী কমলার সঙ্গে ১০ সেপ্টেম্বরের প্রেসিডেন্সিয়াল ডিবেট এড়াতে পারেন ট্রাম্প। ট্রাম্পের সমাজিক যোগাযোগমাধ্যম রোববার এবিসি নিউজের কড়া সমালোচনা করায় এমনই ‘বার্তা’ স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের কাছে। আগামী প্রেসিডেন্সিয়াল ডিবেটের অন্যতম আয়োজক এবিসি নিউজ।
চলতি সপ্তাহে কমলা ও তাঁর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম ওয়ালজ তাদের প্রচারণা চালাবেন জর্জিয়া অঙ্গরাজ্যে। এটি হবে বাসে করে প্রচারণা। ৫ নভেম্বর যে নির্বাচন হতে চলেছে, তাতে এই রাজ্যের গুরুত্ব বেড়েই চলেছে। সে কারণে ডেমোক্র্যাট শিবির জর্জিয়া রাজ্যে তাদের প্রার্থীর পক্ষে সমর্থন বাড়ানোর চেষ্টা করছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।
তবে বিশ্লেষকদের একাংশের মতে, জনমত জরিপে কমলা এগিয়ে থাকলেও, ভোটে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে।