Bangladesh

‘পরাজিত ফ্যাসিবাদী দলের’ বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে: উপদেষ্টা আসিফ

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো জনসভা-সমাবেশ করার বিষয়ে আমরা তাদের এ মুহূর্তে নিরুৎসাহিত করব। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সরকার ‘পরাজিত ফ্যাসিস্ট দলের’ বিরুদ্ধে বিচারের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কোনো জনসভা-সমাবেশ করার বিষয়ে আমরা তাদের এ মুহূর্তে নিরুৎসাহিত করব। সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তাদের বিরুদ্ধে মামলা করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

উপদেষ্টা অবশ্য তার বিবৃতিতে কোনো দলের নাম উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী পরাজিত শক্তিকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ছাত্র-জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।’

উপদেষ্টা  বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে’ যাতে তাদের বিচার হয় সেজন্য আইন মন্ত্রণালয় ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, ফ্যাসিস্টরা দেশে রাজনীতি করতে পারবে কি না, দেশের জনগণ সেই সিদ্ধান্ত নেবে।

অনুষ্ঠানে আসিফ বলেন, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী আমলে যত অন্যায়, অবিচার হয়েছে, তার সবকিছু সংরক্ষণ করার জন্য এটাকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, সরকার স্মৃতি জাদুঘর নির্মাণ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার জন্য অন্যান্য দেশের উদাহরণ খতিয়ে দেখবে।  

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে জয় পেয়েছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, উপদেষ্টা পরিষদের সভায় সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও বিসিবিকে অভিনন্দন জানানোর প্রস্তাব গৃহীত হয়েছে। 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের তালিকা প্রণয়নে কাজ করছে সরকার।

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহিদদের পরিবারের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে।’

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button