হাইতিতে জ্বালানিবাহী ট্রাকে বিস্ফোরণ, নিহত ১৬
হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার একটি জ্বালানিবাহী ট্রাকের বিস্ফোরণে ১৬ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছে। ট্রাকটি থেকে জ্বালানি লিক হচ্ছিল। দেশটির নিপেস অঞ্চলের নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ফিদেল নিকোলাসের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন।
এ ছাড়া প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, ভুক্তভোগীরা ট্রাক থেকে লিক হওয়া জ্বালানি সংগ্রহের চেষ্টা করার সময় বিস্ফোরণটি ঘটে।
আহতদের রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে মিরাগোয়ান বন্দরের সান্ত থেরেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী গ্যারি কনিলে এই ট্র্যাজেডি মোকাবেলায় জরুরি সরকারি বৈঠকের ডাক দিয়েছেন বলে এএফপিকে জানিয়েছেন জাতীয় নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান ইমানুয়েল পিয়েরে। গুরুতর অবস্থায় থাকা ভুক্তভোগীদের চিকিৎসার জন্য অন্যান্য আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।