দুই মাসের জন্য ‘নতুন চাঁদ’ পাবে পৃথিবী?
পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি গ্রহাণু। তবে এটির পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই যাত্রায় দুই মাসের জন্য পৃথিবীকে সঙ্গ দেবে এই গ্রহাণুটি।
‘২০২৪ পিটি৫’ নামের এ গ্রহাণুটি ১১মিটার চওড়া। আগস্টে এ গ্রহাণুটির সন্ধান মেলে দক্ষিণ আফ্রিকার ‘অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল-ইমপ্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম (অ্যাটলাস)’ টেলিস্কোপের মাধ্যমে। এরপর এ গ্রহাণুটির আকার, গতি ও পথ হিসাব করেন গ্রহাণু গতিবিদ্যার দুজন গবেষক। তাদের এ গবেষণা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘রিসার্চ নোটস অব দ্য এএএস’-এ। গবেষকরা বলছেন, বাইরের মহাকাশে চলে যাওয়ার আগে ৫৩ দিনের মধ্যে পৃথিবীর আশপাশে একক আবর্তন সম্পূর্ণ করবে গ্রহাণুটি।
২৯ সেপ্টেম্বর থেকে পৃথিবীর কক্ষপথে যাত্রা শুরু করবে গ্রহাণুটি। বাসের আকারের এই ‘মিনি মুন’ পৃথিবীর কক্ষপথ ছেড়ে ২৫ নভেম্বর চলে যাবে বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাইট কসমস।
পৃথিবীর আশপাশে আংশিক বা পূর্ণ উপবৃত্তাকার কক্ষপথে এসে পড়লে আমাদের গ্রহটির পাশ দিয়ে যাওয়ার সময় এমন যাত্রাপথই অনুসরণ করে এসব গ্রহাণু।