Science & Tech

মার্ক জাকারবার্গের হাতে এটা কোন ঘড়ি, দাম কত

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। বয়স মাত্র ৪০ বছর হলেও বিশ্বের সেরা ধনীদের একজন তিনি। আর তাই জাকারবার্গের ব্যক্তিগত জীবনের বিভিন্ন তথ্য জানতে বেশ কৌতূহল রয়েছে সারা বিশ্বের প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। জাকারবার্গ সব সময় একই রং বা নকশার টি-শার্ট পরেন। এ জন্য তাঁকে একই ধরনের পোশাকে দেখে অভ্যস্ত সবাই। কিন্তু গত মার্চ মাসে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলের প্রাক্‌-বিয়ের অনুষ্ঠানে পশুপাখি, ফুল-লতাপাতা ও বাঘের ছবিযুক্ত জাঁকজমক শার্ট পরে সবাইকে চমকে দিয়েছিলেন জাকারবার্গ। সম্প্রতি খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) জাকারবার্গের একটি ছবি প্রকাশ করেছে অভিজাত ঘড়ির অনলাইন বাজার জোয়াপ্যাক্স। সেই ছবিতে জাকারবার্গের হাতে থাকা একটি ঘড়ি নজর কেড়েছে প্রযুক্তিপ্রেমীদের।

জোয়াপ্যাক্সের এক্স পোস্টে দেখা গেছে, ১১ সেপ্টেম্বর অ্যাকুয়ার্ড এফএমের একটি সরাসির অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাকারবার্গ। কালো রঙের ঢিলেঢালা টি-শার্ট ও জিনস প্যান্ট পরিহিত জাকারবার্গের হাতে রয়েছে সাদা ও নীল ডায়ালের একটি ঘড়ি। সুইজারল্যান্ডের অভিজাত ও বিলাসবহুল ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ডি বেথুনের তৈরি ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়িটির দাম সংস্করণভেদে ৯০ থেকে ৯৫ হাজার ৭০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৮ লাখ টাকা থেকে ১ কোটি ১৫ লাখ টাকা পর্যন্ত (প্রতি ডলারের বিনিময় হার ১২০ টাকা ধরে)।

জাকারবার্গের হাতে থাকা ঘড়িটির বিষয়ে যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠান বনহ্যামসের ঘড়ি–বিশেষজ্ঞ ব্রায়ান লি জানিয়েছেন, বছরে মাত্র ২০টি ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়ি তৈরি করা হয়। ফলে ঘড়িটি যেমন বিলাসবহুল, তেমনি বিরলও।

ডিবি ২৫ স্ট্যারি ভ্যারিয়াস মডেলের ঘড়িটির বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠান ডি বেথুনের ওয়েবসাইটে বলা হয়েছে, ঘড়িটির ডায়াল সাদা ও গাঢ় নীল রং দিয়ে তৈরি। নীল ডায়ালের ওপর ছোট ছোট সাদা রঙের ছটাও রয়েছে। এসব সাদা ছটা মিল্কিওয়ে ছায়াপথে থাকা তারাগুলোর অবস্থান অনুযায়ী নকশা করা হয়েছে। ফলে ডায়ালটি দেখতে অনেকটা আকাশে থাকা তারাগুলোর মতো। ২৪ ক্যারেটের সোনালি পাত দিয়ে তৈরি করা হয়েছে ডায়ালটি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button