International

বৈরুত বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

বিবিসির খবর বলছে, হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া না গেলেও বিমানবন্দরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহ এলাকার সীমান্তবর্তী।

বৈরুতে আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বাইরে হিজবুল্লাহকে লক্ষ্য করে আরও এক রাতের বিমান হামলার সময় বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিবিসির খবর বলছে, হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া না গেলেও বিমানবন্দরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহ এলাকার সীমান্তবর্তী।

অন্যদিকে লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে যাওয়ার সময় দেশটির দক্ষিণাঞ্চলে তাদের দুই সেনা নিহত হয়েছে এবং আরও ২০টি শহর ও গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা বলছে, তাদের সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে।

অন্যদিকে হিজবুল্লাহর ভাষ্য, তারা সীমান্তের উভয় পাশেই ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এর আগে স্থল অভিযানের তৃতীয় দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননে দুটি বড় হামলা চালায় ইসরায়েল।

লেবাননের সেনাবাহিনী বলছে, প্রথম হামলায় তাইবেহ গ্রামে রেড ক্রসের উদ্ধার অভিযানের সময় ইসরায়েলি সেনাদের হতে তাদের এক সৈন্য নিহত হন। আহত হন রেড ক্রসের এক স্বেচ্ছাসেবকসহ আরও কয়েকজন। 

দ্বিতীয় দফায় বিনতে জাবিল এলাকার একটি সেনা চৌকিতে হামলায় আরেক লেবানিজ সেনা নিহত হন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button