অক্টোবরের প্রথম পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৫ মিলিয়ন ডলার
চলতি ২০২৪ সালের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৬,৯৬৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫,২৩২ মিলিয়ন ডলার।
চলতি অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রায় ৪২৫ মিলিয়ন (সাড়ে ৪২ কোটি) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
আজ রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।
আগের বছরের একই সময়ের চেয়ে যা উল্লেখযোগ্য হারে বেড়েছে, গেল বছরের অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে ৩২৫ মিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে দেশে।
চলতি মাসে আনুষ্ঠানিক চ্যানেলে আসা রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১২৩.০৪ মিলিয়ন ডলার, অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলো ৩০০.২০ মিলিয়ন ডলারের রেমিট্যান্স পেয়েছে।
চলতি ২০২৪ সালের জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা প্রায় ৬,৯৬৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫,২৩২ মিলিয়ন ডলার।