ইরানের হাতে ইসরায়েলি লক্ষ্যবস্তুর তালিকা, পাল্টা হামলার পরিকল্পনাও প্রস্তুত
গত সপ্তাহে শত শত ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালালে সেই হামলার জবাব দিতে ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছে ইরান।
সশস্ত্র বাহিনীর ‘ওয়াকিবহাল সূত্রের’ বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইহুদিবাদীদের (ইসরায়েল) সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিক্রিয়ার পরিকল্পনা পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। ইসরায়েল ব্যবস্থা নিলে ইরান পাল্টা হামলা চালাবে, এতে কোনো সন্দেহ নেই।
এতে আরও বলা হয়, ইরানের কাছে ইসরায়েলের অনেক লক্ষ্যবস্তুর তালিকা রয়েছে। মঙ্গলবারের হামলা দেখিয়েছে, ইহুদিবাদীদের যে কোনো জায়গায় হামলা চালানোর সক্ষমতা রাখে ইরান।
প্রসঙ্গত, সম্প্রতি হামাস, হিজবুল্লাহ ও ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে প্রায় ২০০ মিসাইল হামলা চালানো হয় ইসরায়েলে। হামলার পরেই ইরানকে এর জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল।