USA

নির্বাচনী প্রচারণায় গিয়ে ম্যাকডোনাল্ডসে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলেন ডোনাল্ড ট্রাম্প

এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রোববার (২০ অক্টোবর) পেনসিলভানিয়ায় এক প্রচারণার সময় অ্যাপ্রোন পরে ম্যাকডোনাল্ডসের একটি ফ্রাই স্টেশনে কিছুক্ষণ কাজ করেছেন।

এসময় সাবেক এই প্রেসিডেন্ট ফেস্টারভিল-ট্রেভোসের একটি রেস্তোরাঁয় ড্রাইভ-থ্রু উইন্ডো দিয়ে গ্রাহকদের খাবার সরবরাহ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ট্রাম্প ফাস্টফুড শিল্পের কর্মীদের সম্পর্কে বলেন, ‘এই মানুষগুলো কঠোর পরিশ্রম করেন। তারা দুর্দান্ত।’

তিনি আরও বলেন, ‘আমি এইমাত্র কিছু দেখেছি [ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিষয়ে] … একটি সুন্দর প্রক্রিয়া।’

এদিন তিনি তার ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও টিপ্পনি কেটেছেন।

এর আগে হ্যারিস তার প্রচারের সময় জানিয়েছিলেন, তিনি কলেজে পড়ার সময় একবার ম্যাকডোনাল্ডসে কাজ করেছিলেন।

কমলা হ্যারিস কখনোই ম্যাকডোনাল্ডসে কাজ করেননি দাবি করে ট্রাম্প বলেন, ‘কমলার চেয়ে আমি বরং ১৫ মিনিট বেশি কাজ করলাম।’

অন্যদিকে, কমলা হ্যারিসের মুখপাত্র ইয়ান স্যামস ট্রাম্পের বক্তব্যকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি এনবিসি নিউজকে বলেন, ট্রাম্প ‘সামার জব’ কেমন হয় তা জানেন না, কারণ তার কাছে ওড়ানোর মতো লাখ লাখ টাকা ছিল।

এই রেস্তোরাঁর নিয়মিত গ্রাহক হিসেবে এর আগেও ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে ম্যাকডোনাল্ডসের খাবার উপভোগ করতে দেখা গেছে।

এছাড়া, ২০১৯ সালের কলেজ ফুটবল বিজয়ী দল ‘দ্য ক্লেমসন টাইগার্স’ এর আপ্যায়নে তিনি হোয়াইট হাউসে ৩০০টিরও বেশি হ্যামবার্গার অর্ডার করেছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button