International

‘রুশনারা আলী বৃটেনের বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন সংবাদটি সত্য নয়’

বৃটিশ বাংলাদেশি এমপি রুশনারা আলী বর্তমানে যিনি বৃটিশ সরকারের ”বিল্ডিং সেফটি” মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি দেশে বিদেশে মিডিয়াতে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে, ‘বৃটেনে বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন রুশনারা আলী’।
প্রকাশিত সংবাদের পরিপেক্ষিতে রুশনারা আলী জানিয়েছেন বৃটেনের বিল্ডিং সেফটি মিনিস্টার হিসেবে দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেননি। পদত্যাগের সংবাদটি সঠিক নয়।
বৃটেনে বিল্ডিং সেফটি মন্ত্রণালয় এবং গ্রেনফেল সম্প্রদায়ের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক থাকা অপরিহার্য। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে তিনি মাত্র বলেছেন যে, বিল্ডিং সেফটির পদটি অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করলে ভালো হয় ।
বৃটেনে বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে রুশনারা পদত্যাগ করেছেন এই মর্মে বৃটিশ সরকারের কর্তৃপক্ষ থেকে অফিসিয়াল কোন প্রজ্ঞাপন জারি হয়নি।
গ্রেনফেল টাওয়ার ট্রাজেডির বিষয়বস্তুর পরিপেক্ষিতে গতকাল ”বৃটেনে বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেছেন” বলে ”পলিটিকো ইউকে” তাদের ভেরিফাইড পেইজে একটি সংবাদ প্রচার করে , এরই সূত্র ধরে অন্যান্য সংবাদ মাধ্যমগুলো একই সংবাদ প্রকাশ করে। রুশনারার পদত্যাগ করেছেন এ বিষয়ে জানতে চেয়ে তাঁর সাথে যোগাযোগ করা হলে লন্ডন ভিত্তিক ”রানার” মিডিয়াকে বিল্ডিং সেফটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ সম্পর্কে বিস্তারিত অবগত করেন। রুশনারা রানার টিভিকে বলেছেন , তিনি পদত্যাগ করেছেন এমন সংবাদটি সঠিক নয়। গ্রেনফেল টাওয়ার ট্রাজেডির বিষয়বস্তু নিয়ে তাঁকে ও বিল্ডিং সেফটি মন্ত্রণায়লয় নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে মন্ত্রী এবং গ্রেনফেল সম্প্রদায়ের মধ্যে বিশ্বস্ত সম্পর্ক থাকা অপরিহার্য। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বিল্ডিং সেফটির পদটি অন্য মন্ত্রীর কাছে হস্তান্তর করা হোক। তাঁর অর্থ এই নয় যে আমি অফিসিয়ালি পদত্যাগ করেছি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button