Bangladesh

রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে আইনি নয়, রাজনৈতিক হিসেবে দেখছে সরকার: উপদেষ্টা রিজওয়ানা

‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির পদত্যাগের ক্রমবর্ধমান দাবিকে ‘আইনি ও সাংবিধানিক’ বিষয় হিসেবে না দেখে বরং রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে।

এই বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমে পৌঁছানো হবে বলে ইঙ্গিত দেন তিনি।

আজ বৃহস্পতিবার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠেছে এবং এ দাবি জোরালো হচ্ছে।

রিজওয়ানা বলেন, ‘এটা একটা রাজনৈতিক বিষয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে।’

উপদেষ্টা আরও বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, বিষয়গুলো নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ওপর। ‘এটা বলা যাবে না যে আমরা তাড়াহুড়োর মধ্যে আছি, তবে একই সময়ে, জিনিসগুলো বিলম্ব করার কোনো সুযোগ নেই।’

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় রাষ্ট্রপতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে গেজেট জারি করতে তিন-চার দিন সময় লাগতে পারে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ও প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button