ওয়াল স্ট্রিট জার্নালের জরিপে এগিয়ে ট্রাম্প
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই সপ্তাহেরও কম সময় বাকি। তবে এরই মধ্যে এক জরিপে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের ওই জরিপে দেখা গেছে, ৫ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলার চেয়ে ট্রাম্প সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেড় হাজার ভোটারের ওপর এ জরিপ চালানো হয়। এতে ৪৭ শতাংশ ভোট পড়েছে ট্রাম্পের পক্ষে, অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের প্রতি সমর্থন রয়েছে ৪৫ শতাংশ ভোটারের।
এর আগে গত আগস্টে আরেকটি জরিপ করেছিল সংবাদমাধ্যমটি। সে সময় ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা।
তবে চলতি সপ্তাহে রয়টার্স/ইপসোসের নতুন এক জরিপে দেখা গেছে, কমলা হ্যারিস সাবেক প্রেসিডেন্টের চেয়ে ৩ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন। সেখানে কমলা পেয়েছেন ৪৬ শতাংশ সমর্থন, অপরদিকে ট্রাম্প পেয়েছেন ৪৩ শতাংশ।
সোমবার শেষ হওয়া ছয় দিনের জরিপে দেখা গেছে, অর্থনীতি ও অভিবাসন পরিস্থিতি সম্পর্কে ভোটারদের অস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তারা সাধারণত এসব ইস্যুতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির পক্ষে।
জরিপে প্রায় ৭০ শতাংশ নিবন্ধিত ভোটার বলেছেন, তাদের জীবনযাত্রার ব্যয় মাত্রাতিরিক্ত। ৬০ শতাংশের মতে, মার্কিন অর্থনীতি ভুল দিকে যাচ্ছে এবং ৬৫ শতাংশ অভিবাসন নীতি সম্পর্কেও প্রশ্ন তুলেছেন।
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন ল্যাবের ট্র্যাকিং ডেটা অনুসারে, প্রায় আড়াই কোটি ভোটার এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে আগাম ভোট বা মেল-ইন ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের নিয়ে করা এসব জরিপ ফলাফল সম্পর্কে বড় ধারণা দেয়। ফলাফলে বড় ভূমিকা রাখে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোও। ২০২০ সালের নির্বাচনে এমন সাত অঙ্গরাজ্যে সামান্য ব্যবধানে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন জো বাইডেন। বিভিন্ন জরিপে দেখা গেছে, এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে এসব অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।