Science & Tech

কবে হবে মৃত্যু, জানাবে ‘ডেথ ক্যালকুলেটর’

বিশ্ব এখন অনেক আধুনিক হয়েছে প্রযুক্তির ছোঁয়ায়। এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তির নিয়ন্ত্রণে। চিকিৎসা থেকে শুরু করে গবেষণাগার, প্রেমপত্র, চাকরির সিভি- এমন কোনো কাজ নেই যা চোখের নিমিষে করতে পারছে না কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)।

সব স্তরে এখন এআই প্রযুক্তির জয়জয়কার। শত শত, হাজার হাজার মানুষের কাজ একহাতে এক মুহূর্তেই করে দিতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে আগামী পৃথিবীতে বেকার সমস্যা একেবারে তুঙ্গে তুলে দিতে পারে।

তবে কীভাবে এআই প্রযুক্তির উন্নতি করা যায়, তা নিয়ে গলদঘর্ম পরিশ্রম করে চলেছেন বিজ্ঞানীরা। আর এর মধ্যেই অবিশ্বাস্য এক আবিষ্কার করে বসেছেন তারা।

আপনি কবে মারা যাবেন, তা ঠিকঠাক বলে দেবে এআই প্রযুক্তির এক যন্ত্র। যার নাম ‘মরণ ক্যালকুলেটর’। এই বিস্ময়কর যন্ত্রটি এআই প্রযুক্তির নতুন এক সংযোজন। যার মাধ্যমে জীবদ্দশতাতেই মানুষ জানতে পারবেন, কবে তার মৃত্যু হতে চলেছে।

‘ল্যানসেট ডিজিটাল হেল্‌থ’ জার্নালে প্রকাশিত এক গবেষণার তথ্য বলছে, এআই পরিচালিত ইলেক্ট্রোকার্ডিয়োগ্রাম স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে অনুমান করতে পারে যে, সেই ব্যক্তি ভবিষ্যতে কোনো শারীরিক সমস্যায় ভুগবেন কি না! এমনকি ব্যক্তির মৃত্যু কবে হবে, সেই বিষয়েও তথ্য দিতে পারে এই যন্ত্র।

অবশ্য গবেষকদের দাবি, মেডিক্যাল কেয়ারের জন্য ব্যবহারে এখনই এই যন্ত্র তৈরি নয়। এই যন্ত্রে গবেষকেরা ইসিজি রিস্ক এস্টিমেটর টুল ব্যবহার করেছেন।

গবেষকরা আরও দাবি করছেন, দশজনের মধ্যে আটজন রোগীর ক্ষেত্রে এই টুল হার্ট ফেলিওরের ঝুঁকি আছে কি না কিংবা কোনো রোগে তিনি ভবিষ্যতে আক্রান্ত হবেন কি না কিংবা তার মৃত্যু কবে হবে, তা সফলভাবে বলে দিতে পেরেছে। লন্ডনের দুইটি হাসপাতালে ট্রায়াল হিসেবে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে আসছে বছরেই।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button