Trending

বিশ্বব্যাপী সোনার চাহিদা ১০০ বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে

বিশ্ব গোল্ড কাউন্সিল অনুসারে, ২০২৪ সালের তৃতীয় ত্রৈমাসিকে মোট বিশ্বব্যাপী সোনার চাহিদা ১০০ বিলিয়ন মার্কিন ডলার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, যা মূল্যবান ধাতুর বাজারের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক চিহ্নিত করেছে।

‘কিউ৩ ২০২৪’ গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্ট অনুসারে, মোট সোনার চাহিদা বছরে ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৩১৩ টনে পৌঁছেছে। তৃতীয় ত্রৈমাসিকে এটি  রেকর্ড। সোনার জন্য বিনিয়োগের চাহিদা আকাশচুম্বী, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়ে ৩৬৪ টন হয়েছে। এই ঊর্ধ্বগতি প্রাথমিকভাবে পশ্চিমা বিনিয়োগকারীদের মধ্যে গোল্ড এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ডের (ইটিএফএস) চাহিদার পরিবর্তনের দ্বারা প্রভাবিত হয়েছিল। বিশ্বব্যাপী সোনার ইটিএফএসগুলো ৯৫ টন যোগ করেছে। বার ও কয়েনের চাহিদা ৯ শতাংশ হ্রাস হওয়া সত্ত্বেও মোট ৮৫৯ টন শক্তিশালী করেছে, যা গত ১০ বছরের ৭৭৪ টনের থেকে উল্লেখযোগ্যভাবে বেশি।

সেন্ট্রাল ব্যাংকের কেনাকাটা প্রথম ত্রৈমাসিকে মন্দা দেখালেও মোট চাহিদা ছিল ১৮৬ টন। ২০২২ সালের একই সময়ের পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ইয়ার-টু-ডেট কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ৬৯৪ টনে পৌঁছেছে। সোনার প্রযুক্তিগত চাহিদাও বছরে ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে চলমান এআই বুমের মধ্যে ইলেকট্রনিক্স সেক্টরে এর চাহিদা বেড়েছে।

লুইস স্ট্রিট, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিনিয়র মার্কেটস অ্যানালিস্ট মন্তব্য করেছেন, ‘যদিও বর্ধিত সোনার দাম বেশিরভাগ ভোক্তা বাজারে চাহিদা কমিয়ে দেয়, তবে ভারতে আমদানি শুল্ক কমানো গয়না, বার ও মুদ্রার চাহিদা রেকর্ড-ব্রেকিং।’ 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button