বিশ্বে প্রথম এআই হাসপাতাল চালু করছে চীন
চীন স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত হাসপাতাল চালু করছে। হাসপাতালটির নাম ‘এজেন্ট হাসপাতাল’।বেইজিংয়ে চালু হতে যাওয়া এই ভার্চুয়াল হাসপাতালটি ১৪ জন এআই চিকিৎসক ও ৪ জন ভার্চুয়াল নার্সের মাধ্যমে রোগী সেবা নিশ্চিত করবে।
গবেষকরা আশা করছেন, এআই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা হবে দ্রুত, সহজলভ্য এবং কার্যকর। খবর অনুসারে, চীনের কিংহুয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের ডিজাইন করা এজেন্ট হাসপাতালটি প্রচলিত হাসপাতালের ধারণাকে বদলে দেবে। সাধারণ হাসপাতালের তুলনায় এখানে একজন এআই চিকিৎসক কয়েক দিনের মধ্যে প্রায় ১০ হাজার রোগীকে সেবা দিতে সক্ষম হবে। যেখানে এই পরিমাণ রোগীকে সেবা দিতে একজন মানব চিকিৎসকের প্রায় দুই বছর লেগে যাবে। এআই চিকিৎসকদের এই সক্ষমতা স্বাস্থ্য সেবা খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে এবং মানব চিকিৎসকদের ওপর চাপ কমাতে সহায়তা করবে।
এজেন্ট হাসপাতাল চালুর আগে এআই চিকিৎসকদের দক্ষতা যাচাইয়ে তাদেরকে ইউএস মেডিকেল লাইসেন্স পরীক্ষার প্রশ্নের ভিত্তিতে পরীক্ষা করা হয়। এই পরীক্ষায় এআই চিকিৎসকদের সাফল্যের হার ছিল ৯৩.০৬%, যা এআই চিকিৎসকদের নির্ভরযোগ্যতা প্রমাণ করে। এআইয়ের এই দক্ষতা মানব চিকিৎসকদের পরিপূরক হিসেবে উচ্চমানের চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
এজেন্ট হাসপাতালের মূল লক্ষ্য হলো রোগীদের সঙ্গে চিকিৎসকদের যোগাযোগ পদ্ধতির পরিবর্তন আনা। ভার্চুয়াল এই হাসপাতালে দ্রুত পরামর্শ, তাৎক্ষণিক রোগ নির্ণয় এবং ব্যক্তিগতকৃত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হবে, যা রোগীর সেবার মান বাড়াবে। ফলে রোগীদের সেবা প্রাপ্তির অভিজ্ঞতা আরও সহজ ও আনন্দদায়ক হবে।
এজেন্ট হাসপাতাল ২০২৪ সালের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে, এআই প্রোগ্রামটি মেডিকেল শিক্ষায় অন্তর্ভুক্ত হবে, যা চিকিৎসা শিক্ষার্থীদের এআই প্রযুক্তিতে প্রশিক্ষিত করবে। পর্যায়ক্রমে এআই চিকিৎসকরা দেশের বিভিন্ন হাসপাতালে রোগী সেবা প্রদানে নিয়োজিত হবে।
গবেষণার নেতৃত্বে থাকা লিউ ইয়াং এর মতে, এআই চিকিৎসকরা শুধুমাত্র দৈনন্দিন স্বাস্থ্য সেবা প্রদানের বাইরে গিয়ে সম্ভাব্য মহামারি পূর্বাভাসেও ভূমিকা রাখতে পারবে। এটি ভবিষ্যৎ স্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুরক্ষিত করবে।