ভোটকেন্দ্রে রাশিয়ার বোমা হামলার হুমকি, সতর্ক করল এফবিআই
চলছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তের ভোট প্রধান। আর এর মধ্যেই ভিডিও বার্তার মাধ্যমে ভোটকেন্দ্রে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। যা নিয়ে কিছুটা হলেও শঙ্কিত স্থানীয় ভোটাররা। এই অবস্থায় ভিডিওটিকে ভুয়া দাবি তরে তা প্রচারের বিষয়ে সতর্ক করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
অনলাইনে এসব ভুয়া ভিডিও ছড়ানোর তথ্য দিয়ে সংস্থাটি বলেছে, এগুলোতে ভোটারদের মধ্যে সংশয় তৈরি করতে কেন্দ্রে বোমা হামলার হুমকি এবং কারচুপির বিষয়ে নানান তথ্য প্রচার করা হচ্ছে। যার জন্য এফবিআই দায়ি করছে রাশিয়াকে।
মঙ্গলবার ভোটের দিন এফবিআই বলেছে, এমন দুটি ‘অপ্রমাণিত’ ভিডিওতে দেখা গেছে ভোটকেন্দ্রে বড় ধরনের সন্ত্রাসী হামলার হুমকি থাকার বিষয়ে তুলে ধরে ভোটারদের ‘রিমোটলি’ ভোট দিতে পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিওতে দোদুল্যমান রাজ্যগুলোর কারগারগুলোতে ভোট নিয়ে জালিয়াতির অভিযোগও করা হয়েছে।
ভিডিওগুলো এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে একটি এফবিআইর সংবাদ বিজ্ঞপ্তি এবং আরেকটি সিবিএস নিউজের প্রতিবেদনের মত করে প্রচার করা হচ্ছে। তবে এগুলো এক্স প্ল্যাটফর্মে খুব বেশি ভিউ পায়নি।
এর আগে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও অনলাইনে ভুয়া তথ্য প্রচারের বিষয়টি সামনে এসেছিল। তখন আলোচনায় এসেছিল রাশিয়ার তৎপরতা, অভিযোগ উঠেছিল দেশটির হস্তক্ষেপ নিয়ে।
এবারের ভিডিও দুটি নিয়ে এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিচু করে দেখাতে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থা নষ্ট করতে এসব ভিডিও ছাড়া হয়েছে।
সিবিএস নিউজ তাদের এক্স হ্যান্ডেলে বলেছে, তাদের নাম ব্যবহার করে যে ভিডিও প্রচার করা হয়েছে তাতে সিবিএসের লোগোটি ‘ভুয়া’।
বিবিসি যাচাই করে দেখেছে, ভিডিও দুটি আগে সাম্প্রতিক মাসগুলোতে একের পর এক প্রচার করা শত শত ভুয়া ভিডিওর মত দেখতে, যেগুলো রাশিয়াভিত্তিক নেটওয়ার্কের মাধ্যমে ছড়ানো হয়েছিল।