বিশ্বজুড়ে বেড়েছে স্মার্টফোন বিক্রি, শীর্ষে রয়েছে কোন কোন ফোন
বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির পরিমাণ বেড়েছে। এর ফলে বৈশ্বিক স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ ও ক্যানালিস। প্রতিষ্ঠান দুটির মতে, অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি এবং গ্রাহকদের আস্থা বাড়ার কারণে স্মার্টফোনের চাহিদা বেড়েছে।
কাউন্টার পয়েন্টের তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ২ শতাংশ বেড়ে ৩০৭ মিলিয়ন ইউনিটে পৌঁছেছে। বিক্রির সংখ্যায় স্যামসাং ১৯ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে অবস্থান করছে। আর আয়ের দিক থেকে সবার ওপরে রয়েছে অ্যাপল। এই প্রান্তিকে অ্যাপল তাদের সর্বোচ্চ বিক্রি, আয় ও গড় বিক্রয়মূল্য অর্জন করেছে। বিক্রির দিক থেকে শীর্ষ পাঁচে থাকা অন্য ব্র্যান্ডগুলো হলো অ্যাপল, শাওমি, অপো ও ভিভো।
কাউন্টার পয়েন্ট রিসার্চের পরিচালক তরুণ পাঠক জানিয়েছেন, বিশ্বের স্মার্টফোন বাজার বর্তমানে বেশ স্থিতিশীল রয়েছে। ভবিষ্যতে বিক্রির এ ধারা অব্যাহত থাকবে। তবে ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারগুলোতে বিক্রির পরিমাণ আরও বাড়তে পারে। ২০২৮ সাল পর্যন্ত প্রিমিয়াম স্মার্টফোনের পাশাপাশি এআই ও ফোল্ডেবল ফোনের চাহিদা বাড়াবে। ২০২৮ সালের মধ্যে বাজারের অর্ধেকের বেশি স্মার্টফোন জেনারেটিভ এআই প্রযুক্তি সমর্থন করবে।
অন্যদিকে ক্যানালিসের তথ্যমতে, তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ৯৯ লাখ স্মার্টফোন বিক্রি হয়েছে, যা ২০২১ সালের পর বছরের তৃতীয় প্রান্তিকে সবচেয়ে বেশি। নতুন মডেল ও আকর্ষণীয় মূল্যে স্মার্টফোনপ্রাপ্তির কারণে বাজারে প্রবৃদ্ধি দেখা গেছে। তৃতীয় প্রান্তিকে স্যামসাং ৫ কোটি ৭৫ লাখ স্মার্টফোন বিক্রি করে শীর্ষে রয়েছে। অ্যাপল ৫ কোটি ৪৫ লাখ, শাওমি ৪ কোটি ২৮ লাখ, অপো ২ কোটি ৮৬ লাখ ও ভিভো ২ কোটি ৭২ লাখ ফোন বিক্রি করেছে।