Science & Tech

আইফোন ও ম্যাক কম্পিউটারে অ্যান্ড্রয়েডের যে সুবিধা আসছে

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না অ্যাপলের তৈরি আইফোন এবং ম্যাক কম্পিউটারে। আর তাই আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য নিজেদের জনপ্রিয় ফাইল শেয়ারিং সুবিধা ‘কুইক শেয়ার’ উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে আইফোন ও ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আদলে দ্রুত দুটি যন্ত্রের মধ্যে ফাইল আদান–প্রদান করতে পারবেন।

আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য কুইক শেয়ার সুবিধা চালুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি গুগল। তবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মিশাল রহমান জানিয়েছেন, সম্প্রতি নিজেদের ‘নেয়ারবাই কানেকশনস’ প্রযুক্তির কোডে থাকা একাধিক ত্রুটি সমাধান করেছে গুগল। নতুন কোড বিশ্লেষণ করে দেখা গেছে, গুগলের কুইক শেয়ার সুবিধা অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মেও কাজ করতে পারবে। অর্থাৎ আইওএস এবং ম্যাকওএসের জন্য কুইক শেয়ার সুবিধা চালু করতে কাজ করছে গুগল।

২০২০ সালে গুগল প্রথম কুইক শেয়ার সুবিধা চালু করে গুগল। ফাইল শেয়ারিং সুবিধাটির মাধ্যমে একই নেটওয়ার্কের মাধ্যমে খুব দ্রুত ফাইল আদান–প্রদান করা যায়। তবে বর্তমানে এই সুবিধা শুধু অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে ব্যবহার করা যায়। আর তাই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারের আদলে আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্যও গুগল এ সুবিধা চালু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button