আওয়ামী লীগের বিচার দাবিতে জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
এর আগে একই জায়গায় বিকেল ৩টায় শহীদ নূর দিবস স্মরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ। এ কর্মসূচি প্রতিহত করতে ঢাকার বিভিন্ন জায়গায় সভা-সমাবেশের ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে আগামীকাল রোববার গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচার দাবিতে’ এ কর্মসূচি করবে সংগঠনটি।
আজ শনিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, আগামীকাল দুপুর ১২টায় জিরো পয়েন্টে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ তৈরি হবে।
তিনি বলেন, ‘শহীদ সাঈদ নূর আসাদ, নিপাত যাবেই মুজিববাদ’।
এর আগে একই জায়গায় বিকেল ৩টায় শহীদ নূর দিবস স্মরণে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ।
আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।
গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো কোনো কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। তাদের এ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে ফেসবুক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।
এদিকে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে ঢাকার বিভিন্ন জায়গায় সভা-সমাবেশের ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন।