মেক্সিকোতে বন্দুক হামলায় ১০ জনের প্রাণহানি
মেক্সিকোর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।
কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা জানিয়েছেন স্থানীয় সময় শনিবার (৯ নভেম্বর) রাতে শহরের লস কান্তারিতোস বারে এই হামলা ঘটে।
একটি ভিডিওতে ফেরুস্কা জানান, চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসেছিল। তারা ভারী অস্ত্র নিয়ে বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। হামলার পর বারের ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন।
এদিকে, হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এই হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।