International
মণিপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০
ভারতের মণিপুরে সোমবার সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১১ জন নিহত হয়েছে।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার দুপুরের দিকে সন্দেহভাজন জঙ্গিরা সিআরপিএফ ক্যাম্পে হামলা চালালে সিআরপিএফ সদস্যরা পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। বন্দুকযুদ্ধে একজন সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। তাকে বিমানে করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গত বছরের মে থেকে মণিপুরের ইম্ফল ভিত্তিক মেইতে গোষ্ঠী এবং পাশের পাহাড়ে বসবাসরত কুকিদের মধ্যে জাতিগত সহিংসতায় ২০০ জনেরও বেশি নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছেন।