জার্মানিতে ফেব্রুয়ারিতে আগাম নির্বাচন
জার্মানিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বার্তা সংস্থা ডিপিএ এবং এএফপিকে জানিয়েছে জার্মান সংসদের কয়েকটি সূত্র।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানায়, আগাম নির্বাচনের বিষয়ে ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসপিডি এবং বিরোধী খ্রিস্টীয় গণতন্ত্রী বা সিডিইউ দলের মধ্যে বোঝাপড়া হয়েছে। ওই প্রেক্ষিতেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
তার আগে গত সপ্তাহে শলৎসের জোট সরকারে ভাঙন দেখা দেয়। জোটে থাকা এফডিপির সাংসদ ও অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারকে বহিষ্কার করেন চ্যান্সেলর ওলাফ শলৎস। এর প্রেক্ষিতে জোটের মধ্যে মত বিরোধ তৈরি হয়। আর জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেয় এফডিপি।
এই পরিস্থিতে ১৬ ডিসেম্বরে আস্থা ভোট অনুষ্ঠিত হবে। তবে ভাঙনের পর সংখ্যালঘু হয়ে পড়া শলৎস সরকার ভোটে আস্থা অর্জনে ব্যর্থ হবেন বলে মনে করা হচ্ছে।
জার্মানিতে সবশেষ সংসদ নির্বাচন হয়েছিল ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর। নির্বাচনের পর শলৎসের এসপিডি দল চার বছরের জন্য জোট সরকার গঠন করে। জোট সরকারের অংশ হয় সবুজ দল এবং ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি এফডিপি। কিন্তু মতপার্থক্যের জেরে তিন বছরের মাথায় জোট সরকারে ভাঙন দেখা দেয়।