টানেল নেটওয়ার্ক নির্মাণ ইরানের
প্রতিরক্ষামূলক টানেল নেটওয়ার্ক নির্মাণ করছে ইরান। দেশটির রাজধানীতে এটি নির্মাণ করা হবে জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের এক শীর্ষ কর্মকর্তা।
মঙ্গলবার ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরাইলি আক্রমণ থেকে রক্ষা পেতেই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হচ্ছে।
তেহরানে টানেল নেটওয়ার্ক নির্মাণের এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন এক মাসেরও কম সময় আগে ইসরাইল শহরটিতে হামলা চালিয়েছিল। ইরানের শীর্ষ নেতৃত্বদের সুরক্ষার জন্যই এই টানেল নেটওয়ার্ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন তেহরানের সিটি কাউন্সিলের পরিবহণ বিষয়ক বিভাগের প্রধান।
তিনি আরও জানিয়েছেন, এই টানেলের এক প্রান্ত থাকবে সিটি সেন্টারের মেট্রো স্টেশনের কাছে এবং অপর প্রান্ত যুক্ত থাকবে ইমাম খোমেনি হাসপাতালে। এর আগে গত ২৬ অক্টোবর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইরানে হামলা চালায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ইসরাইলে ইরানের কয়েক মাসের ক্রমাগত হামলার প্রতিক্রিয়া হিসাবে এই হামলা চালানো হয়েছে। চলতি বছরের এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরাইলি হামলায় দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন।
জবাবে তেহরান ইসরাইলে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালায়। এরপর ইসরাইলও আবারও হামলা চালায় ইরানে।
এদিকে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এমন কোনো প্রমাণ নেই আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) কাছে। সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলনে এই কথা জানিয়েছেন।
ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি করার বিষয়টি নিয়ে আইএইএ উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে রাফায়েল গ্রসি বলেছেন, ‘আইএইএ-এর কাছে এমন কোনো প্রমাণ নেই যা এই দাবিকে সমর্থন করে।’
এদিকে ইরানের জনগণের উদ্দেশে এক ভিডিও বার্তা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির সরকার ইসরাইলের চেয়েও দেশের জনগণকে বেশি ভয় পায় বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার ইরানিদের কাছে সরাসরি বার্তায় এই মন্তব্য করেন নেতানিয়াহু। একটি ভিডিও বার্তায় তিনি আরও বলেছেন, আর তাই আপনাদের আশাকে চূর্ণ-বিচূর্ণ করতে ও আপনাদের স্বপ্নগুলোকে আটকাতে এত সময় ও অর্থ ব্যয় করছে।
ইরানে নারী অধিকার আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি আপনাদের বলছি, আপনাদের স্বপ্নগুলোকে মরতে দেবেন না। আশা হারাবেন না। জেনে রাখুন, ইসরাইল ও মুক্তবিশ্বের অন্যরা আপনাদের পাশে আছে।’