International

দিল্লিতে বিষাক্ত ধোঁয়াশায় ঢেকে গেছে তাজমহল, দূষণ ঠেকাতে কঠোর পদক্ষেপ

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি এ অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয়কে সশরীরে ক্লাসের পরিবর্তে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশনা দিয়েছেন। 

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুর মান খারাপ হওয়া বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সরকারের পক্ষ থেকে দিল্লিতে অপ্রয়োজনীয় নির্মাণকাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পাশাপাশি নাগরিকদের গণপরিবহনের ব্যবহার বাড়ানো এবং কয়লা ও কাঠ না পোড়ানোর আহ্বান জানানো হয়। তবে এ বিধি-নিষেধ কতদিন চলবে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এছাড়াও বাতাসে ধুলাবালির পরিমাণ কমাতে সড়কে পানি ছিটানোর পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে সড়ক ঝাড়ু দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে এ কার্যক্রম শুরু করা হবে। 

দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি এ অবস্থায় সব প্রাথমিক বিদ্যালয়কে সশরীরে ক্লাসের পরিবর্তে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশনা দিয়েছেন। 

উত্তর ভারতে গত সপ্তাহজুড়ে বায়ুরমানের পরিস্থিতি অবনতি হয়েছে। বিষাক্ত ধোঁয়াশায় ছেয়ে গেছে অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহল, অমৃতসরের স্বর্ণমন্দির। বিঘ্নিত হচ্ছে ফ্লাইট পরিচালনা কার্যক্রমও। 

ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আজ দিল্লিতে ফ্লাইট কার্যক্রমও বিঘ্নিত হয়। ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আজ স্থানীয় সময় বিকেল পর্যন্ত ৮৮ শতাংশ ফ্লাইট দিল্লি ছেড়ে যেতে এবং ৫৪ শতাংশ ফ্লাইট অবতরণে বিলম্ব হয়েছে।  

প্রতিবছর শীতকালে দিল্লিকে এ ধোঁয়াশা পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়। দিল্লিতে এ বছর দূষণের প্রায় ৩৮ শতাংশই হয়েছে খড় পোড়ানোর কারণে।

এ পরিস্থিতিতে হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বেড়েছে। দিল্লির পার্শ্ববর্তী পাঞ্জাব প্রদেশের ফাজিলকা এলাকার শিশুরোগ বিশেষজ্ঞ সাহাব রাম সংবাদ সংস্থা এএনআইকে জানান, হঠাৎ করেই শিশুদের অ্যালার্জি, কাশি, সর্দি ও হাঁপানিতে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.১ ডিগ্রি সেলসিয়াস (৬১ ডিগ্রি ফারেনহাইট)। আগের দিন যা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস (৬৩ ডিগ্রি ফারেনহাইট)।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে থাকে। প্রতিষ্ঠানটির তথ্যমতে, এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪২৪ নিয়ে দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী শহর। 

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button