International

টিএসএমসিকে চীনে চিপ রপ্তানি বন্ধের নির্দেশ যুক্তরাষ্ট্রের

চীনা গ্রাহকদের কাছে এআই অ্যাপ্লিকেশনে ব্যবহার হয় এমন উন্নত চিপ রপ্তানি বন্ধ করতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে (টিএসএমসি) নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একটি সূত্র বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছে। 

সম্প্রতি মার্কিন বাণিজ্য বিভাগ টিএসএমসিকে একটি চিঠি পাঠায়। এতে বলা হয়, সাত ন্যানোমিটার বা এর চেয়ে উন্নত ডিজাইনের বিশেষ কিছু চিপ চীনে রপ্তানি করতে পারবে না টিএসএমসি। সাধারণত চিপের আকার যত ছোট হয়, এর কর্মক্ষমতা তত বেশি হয়। এ ধরনের উন্নত চিপ এআই এক্সিলারেটর ও গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) চালানোর জন্য ব্যবহৃত হয়। 

এর আগে রয়র্টাসের একটি প্রতিবেদন থেকে জানা যায়, চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের এআই প্রসেসরে টিএসএমসির একটি চিপ পাওয়া গেছে। তখন এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগকেও জানিয়েছিল টিএসএমসি। প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান টেক ইনসাইটস হুয়াওয়ের ডিভাইসটি পরীক্ষা করে টিএসএমসির চিপ পেয়েছিল। 

এ ঘটনায় মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের বিষয়টি সামনে আসে। হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানির তালিকায় রয়েছে। ফলে কেউ হুয়াওয়ের কাছে পণ্য বা প্রযুক্তি বিক্রি করতে চাইলে তাকে যুক্তরাষ্ট্রের লাইসেন্স নিতে হয়। এক্ষেত্রে হুয়াওয়ের এআই উদ্যোগকে সহায়তা করে এমন কোনো লাইসেন্স সম্ভবত যুক্তরাষ্ট্র দেবে না।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button